১০৮ বছরের জীবন থেকে বিদায় নিলেন মমতাময়ী নারী ময়চান বিবি। তিনি গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলাধীন সন্মানীয়া ইউনিয়নের, কালিয়াব গ্রামের বিশিষ্ট রাজনৈতিক ব্যত্তিত্ব আকরাম হোসেনের দাদী।
শনিবার ৩ জুলাই বিকেল ৪টায় তার নাতী আকরাম হোসেনের বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, মরহুমা ছিলেন অত্যন্ত সাদা মনের মানুষ, জীবনের শুরু থেকে এলাকার লোক জনের, সুখ দুঃখের খবর নিতে পারলেই সে খুশি থাকতেন। দেশের চলমান লক ডাঊনের কারনে তার অনেক শুভাকাঙ্ক্ষী রাত ৮ টার মধ্যে জানাজা নামাজে শরীক হতে না পারলেও যোগাযোগ অব্যাহত রয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে আকরাম হোসেন বলেন, পারিবারিক ভাবেই নয় বরং আমরা একজন অভিভাবক হারালাম এবং সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার দাদীর শেষ বিদায়ে যারা এসে শরীক হয়েছেন তাদের প্রতি।