নালিতাবাড়ীতে বিষপানে এক যুবক আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়। নিহত ওই যুবকের নাম মোস্তাকিম মোস্তাক (২২)। তিনি পেশায় একজন কৃষক।
বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৯টায় নিজ বাড়িতে বিষ পান করে ওই যুবক। পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায় তার স্বজনরা। ওই দিন চিকিৎসার পর রাত ১২:৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে পরিবার নিহতের লাশ বাড়িতে নিয়ে আসেন। শুক্রবার (২ জুলাই) নালিতাবাড়ী থানা এসআই শাহিন সরকার পরিদর্শনে আসেন। তিনি প্রাথমিক তনন্ত শেষে বলেন, নিহত যুবকের স্ত্রী ও পরিবার কোন অভিযোগ না করায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য তার পরিবার থানা ও জেলা ম্যাজিস্ট্রেট থেকে অনুমোদন নিয়ে লাশ দাফন করতে পারবে।
উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের পাইখাতলা গ্রামে বাস করতেন তিনি। নিহত মোস্তাকের পিতাঃ আমির হোসেন। নিহত যুবকের বড় ভাই হাসিমুদ্দিন জানান, তার ভাই অত্যন্ত সহজসরল জীবনযাপন করতেন। তিনি জানান, তার ভাই মানসিক কিছু রোগে ভোগতেন এবং কিছুদিন চিকিৎসা চলছিল। ওই যুবকের স্ত্রী ও তার পরিবারের জবানবন্দীতে বলা হয় তাদের কোন অভিযোগ নাই এবং তারা বিনা ময়নাতদন্তে লাশ দাফন করতে চান। হঠাৎ মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে। এলাকাবাসী ও আশেপাশে মানুষের সুত্রে জানা যায়, নিহত ছেলেটি আর্থিকভাবে ঋণগ্রস্থ ছিলেন এবং কিছুদিন আগেও পরিবার থেকে পাওয়া সম্পত্তি বিক্রি করে কিছু দেনা-পাওনা শোধ করেছেন। বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। কিছুদিন আগে ওই যুবক তার পিতা-মাতাকে ঘর থেকে বের করে দেন বলে আশেপাশের মানুষ অভিহিত করেন।