সরোয়ার ঘরামী। বয়স ৫০ বছরের উপরে। সৌদি আরবে রমজান মাসে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই রেমিট্যান্স যোদ্ধা।
পরিবারকে একটু আর্থিক স্বস্তি দিতে চাকরির প্রত্যাশায় সৌদি আরবে গিয়েছিলেন সরোয়ার। কিন্তু, চাকরি করে বাবা-মা ও পরিবারের স্বপ্ন পূরণ করার আগেই সড়ক দুর্ঘটনার শিকার হয়ে সৌদি আরবের একটি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর ঘোষকাঠি এলাকার এই যুবক। স্বপ্ন যাত্রা ধূলিস্মাৎ হওয়া এই যুবকের লাশ অবশেষে সোমবার দেশের মাটিতে ফিরেছে লাশ হয়ে।
বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর বাহেরচর ঘোষকাঠি গ্রামের মৃত ছত্তার ঘরামীর ছেলে সরোয়ার ঘরামী। তার এক চাচাতো ভাই সাংবাদিক মহিবুল ইসলাম সোহাগ বলেন, অনেক স্বপ্ন নিয়ে আমার ভাই সৌদি আরব গিয়েছিল। সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। গত ৭ বছর ধরে তিনি সৌদি আরব ছিলো।
তিনি আরো বলেন, গত ৫ মে তারিখে (২২ রমজানে) আমার চাচাতো ভাই সৌদি আরবে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। পরে গত সোমবার বিকেলে সরোয়ারের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। মঙ্গলবার সকালে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়। সকাল সাড়ে ৯ টায় তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।