সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট অবনী মোহন দাস ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সুনামগঞ্জ জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট শফিকুল আলম অসুস্থ। বর্তমানে এই দুইজন সিলেট শহরের প্রাইভেট একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, সহযোদ্ধা এডভোকেট অবনী মোহন দাস ও এডভোকেট শফিকুল আলম ভাইয়ের সুস্থতা চেয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
বৃহস্পতিবার (০১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নুরুল হুদা মুকুট অসুস্থ দুই নেতাকে রাজনৈতিক সহযোদ্ধা উল্লেখ করে বলেন, তাদের সাথে দীর্ঘদিন যাবত একসাথে রাজনীতি করছি। তিনি তাদের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে মহান আল্লাহর কাছে এই দুইজনের আশু সুস্থতা কামনা করে সকলের দোথআ চেয়েছেন।