আজ ১ জুলাই,২০২১ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত ৭ দিনের সর্বাত্বক লকডাউনের প্রথম দিনে কক্সবাজার পৌর শহরের প্রধান প্রধান সড়ক ছিল যানবাহন শূন্য।গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো ছিল ব্যারিগেট ও পুলিশ প্রশাসনের সর্তক অবস্থান।
বৃহস্পতিবার(১ জুলাই)দুপুর ১২ টায় কক্সবাজার এর রাস্তাগুলো ছিল বেশ ফাঁকা।
কোন অটোরিক্সা,ভ্যান চলতে দেখা য়ায়নি।তবে এক-দুইটি রিক্সা চলতে দেখা যায়।মোড়ে মোড়ে দায়িত্বরত বাহিনীর গাড়ি টহল ছিল অব্যাহত।
লকডাউনের প্রথম দিনে চির চেনা শহর কক্সবাজার পৌরসভা হয়ে পড়ে কোলাহল ও যানজট মুক্ত।