টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী জেসমিন আক্তার আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে এসাইনমেন্ট জমা দিয়ে স্কুল থেকে ফেরার পথে টেকনাফ সদর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড কচুবনিয়া এলাকায় কবরস্থানের মোড়ে পৌঁছলে আগে থেকে উৎপেতে থাকা একই এলাকার লাল মিয়ার ছেলে জোবাইর এর নেতৃত্বে প্রাইভেট কারে করে টেনেহিঁচড়ে অপহরণ করে তুলে নিয়ে যায় এমনই অভিযোগ করা হয়েছিল গত সোমবার ২৮ জুন।
সূত্রের খবর, এ ব্যাপারে টেকনাফ থানায় লিখিত অভিযোগও করেছেন উক্ত ছাত্রীর মা।
গেল মঙ্গলবারে ২৯ জুন বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে, অপহরণ নয় বরং প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে জেসমিন আক্তার।
সচেতন মহলের দাবি, অনলাইন ক্লাসসহ বিভিন্ন অযুহাতে অপ্রাপ্ত ছেলে মেয়েদের হাতে স্মার্টফোন তুলে দেয়ায় সর্বনাশ হচ্ছে তাদের জীবন ৷ এ সুযোগে অনেকে জড়িয়ে পড়ছে অবৈধ প্রেম কেলেঙ্কারিত ৷ আর প্রাইভেট কিংবা কোসিংয়ের নামে সুযোগ করে নিচ্ছে অবাধ মেলামেশার ৷ এ ব্যাপারে সচেতন মহল প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।