গাজীপুরের শ্রীপুরে বজ্রপাতে যুবক নিহত হয়েছেন। ২৯ জুন মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোলাইমান শিকদার(৩১) ডুমনী গ্রামের দইম উদ্দিনের সন্তান।
স্থানীয় মেম্বার ইজ্জত আলী খান জানান, দুপুর আনুমানিক আড়াইটার সময় বৃষ্টি পরতে দেখে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যায় সোলাইমান। অনেক সময় পার হলেও ফিরে না আসায় তার বাবা খুজতে বের হয়ে বাড়ির পাশে পুকুর পারের একটি গাছের নিচে তাকে পরে থাকতে দেখে। ঐ গাছেই বজ্রপাত হয়েছে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত সোলাইমান কৃষি কাজ করতো,তার স্ত্রী ও ৪ বছরের একটি কন্যা রয়েছে।মঙ্গলবার রাত ৯ টায় জানাজা নামাজের পর পারিবারিক কবরস্থানে তার মরদেহের দাফন সম্পন্ন করা হয়েছে বলেও মুঠোফোনে জানান তিনি।