মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে আজ মঙ্গলবার ২৯ জুন বিভাগের হল রুমে ‘প্রজেক্ট কমপ্লিশন’ এর উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনলাইনে কর্মশালার উদ্বোধন করেন। মাননীয় ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহন করেন মাননীয় প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. আর. এম. সোলাইমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্টের প্রধান গবেষক বিভাগের অধ্যাপক ড. রোকেয়া বেগম। সভাপতিত্ব করেন লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক।
এ ছাড়া বিভাগের অধ্যাপক ড. আবু জুবাইর ও বিভাগের চেয়ারম্যান ও প্রজেক্টের সহকারী প্রধান গবেষক অধ্যাপক ড. ওবায়দুল হক এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রফেসরগন ও এ বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহন করেন।