শেরপুরের নালিতাবাড়ীতে অনুমোদন বিহীন ওষুধ মোড়কজাত করণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়। এসময় বিভিন ধরনের ১৭ রকম আয়ুবর্ধক হারবাল ওষুধের আনুমানিক ৬-১০ টি কার্টুন জব্দ করা হয়। একই দিনে দিলিপ সাধু (৪০) নামে এক মুদি ব্যবসায়ীকে নিষিদ্ধ পলিথিন বিপণন করায় ৩০ হাজার, রুহুল আমিন (৩৮) নামে আরেক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভিীন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়। নালিতাবাড়ী উপজেলায় দক্ষিণবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। একই দিনে তারাগঞ্জ উত্তরবাজারস্থ দিলিপ সাধুর মুদি দোকান থেকে ১১৮ কেজি ও গড়কান্দার দোকান মালিক রুহুল আামিনের দোকান থেকে ৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে উপজেলা প্রশাসন।
পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫) এর ৬(ক) ধারা অনুযায়ী দিলিপ সাধুকে নগদ ৩০ হাজার ও রুহুল আমিন এর দোকানে নগদ ৫ হাজার টাকা সহ মোট ৩৫ (পঁয়ত্রিশ) হাজার টাকা নগদ অর্থ জরিমানা আদায় করা হয়েছে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইউএও হেলেনা পারভীন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় প্রশাসনিক সহযোগিতায় এসআই ফারুক নালিতাবাড়ী থানা পুলিশ, আনসার সদস্য সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।