শেরপুর জেলার সীমান্ত ঘেঁষা নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি খড়োস্রোতা ভোগাই নদীতে সাঁতার দিয়ে লাকড়ী ধরার সময় বোরহান উদ্দিন (২১) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। সে রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
স্হানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় আজ (২৭জুন) সকাল ৮ ঘটিকার সময় পাহাড়ি গাছ ধরার উদ্দেশ্য নদীতে সাঁতার দিয়ে ভোগাই নদীর খড়োস্রোতে হারিয়ে যায়। আত্মীয় স্বজনসহ এলাকার অনেকে খোঁজাখুঁজি করতে থাকে। প্রায় ১০ ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনো নিখোঁজ বোরহান উদ্দিনের সন্ধানে মেলেনি। তাকে উদ্ধারের কাজ চলমান রয়েছে।