টেকনাফ মডেল থানার পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি কাঁটা বন্দুক, ১৩ টি চায়না রাইফেল এর গুলি, একটি বেহেঙ্গী জাল উদ্ধার করেছে।
শুক্রবার (২৬ জুন) দুপুরে টেকনাফ উপজেলার হোয়াক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার নাফনদীর বেড়ীবাঁধের জৈনক মনিরের ফাঁকা জমি থেকে অস্ত্র, গুলি ও জাল গুলো উদ্ধার করা হয় বলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান নিশ্চিত করেন।