গাজীপুরের কাপাসিয়া সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের ১ম বর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারী শিরাবরণ ও মনোনয়ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলা তরগাঁও সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠান হয় ।
সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের
অধ্যক্ষ নাজমা আক্তারের সভাপতিত্বে ও প্রভাষক মরিয়ম বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের শিরাবরণ এবং সকল শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি । এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সৈয়দা জোহরা তাজউদ্দিন নার্সিং কলেজের প্রভাষক মহিউদ্দিন জোয়াদ্দার, নার্সিং কলেজ ছাত্র ছাত্রীদের মধ্যে বীথি, মেহেদী, শাহানাজ প্রমুখ। পরে নার্সিং কলেজের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয় ।
প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলেন, আগামী দিনে এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা দেশের জাতীয় উন্নয়নে চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।