নিতাই কুমার সরকার বগুড়া ব্যুরো প্রধান: বগুড়ার শেরপুরে বিদ্যুৎপৃষ্টে শাহআলী (৭০) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। অদ্য বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ বাজারে এই ঘটনা ঘটে। নিহত শাহআলী মধ্যভাগ গ্রামের মৃত আজিজুরের ছেলে।
থানাসুত্রে জানা যায়, কাঠমিস্ত্রি শাহআলী সকাল দশটার দিকে একই গ্রামের বাদলী মন্ডলের ছেলে আঃ খালেক মন্ডলের দোতলা বাড়ীর ছাদের উপর টিনের ঘরের কাজ করছিল। বাড়ীর উপর দিয়ে পল্লী বিদ্যুৎ এর মেইন লাইনের সংযোগ থাকায় অসতর্কতাবশত তারের সঙ্গে হাত লাগে। এতে শাহআলী ছাদের উপর ছিঁটকে পড়ে নিস্তেজ হয়ে গেলে, স্থানীয় লোকজন তাকে নিচে নেমে এনে ম্যাসেজ করতে থাকা অবস্হায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এবিষয়ে পুলিশের উপ-পরিদর্শক(এসআই) সাচ্চু বিশ্বাস বলেন ঘটনার স্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে লাশ দাফনের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।