টানা কয়েকঘন্টার বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হয় শহরজুড়ে। এসময় চরম দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসয় বসবাসকারী সাধারণ মানুষ, যানবাহন, পথচারীদ ও ক্রেতা-বিক্রেতার। মঙ্গলবার সকালের কয়েকঘন্টার ভারী বর্ষণে এমনই চিত্র ফুটে উঠে কক্সবাজার শহরের।
দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতা সৃষ্টি বলে মনে করেন সবাই।
কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জানা যায়, বর্ষা মৌসুম আসলেই আতংকিত হয়ে উঠেন কক্সবাজার শহরবাসী। এসময় বৃষ্টি যেন অভিশাপে রূপ নেয়। দীর্ঘ বছর ধরে চলা শহরের জলাবদ্ধতা সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজেও সমাধান মিলেনি। তাই আষাঢ়ের ভারী বর্ষণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। প্রতিটি সড়ক-উপসড়কের নাজুকতা, ড্রেইন দখল ও ক্রমান্বয়ে সরু হয়ে আসায় জলাবদ্ধতায় পৌরবাসীর কষ্টের মাত্রা বেড়েছে সীমাহীন।
এদিকে বৃষ্টি হলেই শহরের বাজারঘাটা, বড় বাজার, বৌদ্ধ মন্দির সড়ক, বাহারছড়া বাজার এলাকা, সমিতি পাড়া, নুরপাড়া,বাচা মিয়া পাড়া টেকপাড়াসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
কক্সবাজার শহরের বার্মিজ মার্কেট এলাকার ব্যবসায়ী নাজিম উদ্দিন বলেন, সামান্য বৃষ্টি হলেই বার্মিজ মার্কেট এলাকায় যেভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়, সেখানে ব্যবসা করাতো দূরের কথা, নিজেরা পর্যন্ত ঠিকমত চলাফেরা করতে পারি না। অন্যদিকে একই সুরে কথা বললেন বড় বাজারের সবজিথর আতৎদার রাখাল বাবু। তিনি বলেন, বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টির পাশাপাশি ময়লা-আবর্জনা দোকানে সামনে দিয়ে চলাচল করায় নিজেদের অনেক সবজিও নষ্ট হয়ে যায়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই সমস্যা থেকে উত্তরণের পথ চায় সকলে।