শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে দুটি দোকান ভস্মিভূত হয়েছে।
রবিবার ১৩ জুন ভোর রাতে অগ্নিকান্ডে উপজেলার বারোমারি বাজারে ঔষধের ফার্মেসী ও কম্পিউটার সার্ভিসিং এর দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে প্রায় ৭/৮ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
নালিতাবাড়ী ফায়ার সার্ভিস ও এলাকাবাসি সুত্রে জানা যায়, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারোমারি বাজারে অবস্থিত ওই গ্রামের আব্দুস সাত্তারের মেসার্স মুকুল ফার্মেসীতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরে অগ্নিকান্ডে মুকুল ফার্মেসীর ঔষধপত্র সহ যাবতীয় মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়। আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়লে পাশে থাকা ওই গ্রামের আরিফ হোসেনের ‘বিসমিল্লাহ স্টোরথ কম্পিউটার সার্ভিসিংয়ের দোকানও পুড়ে যায়।
খবর পেয়ে নালিতাবাড়ী শহর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এসময় ঔষধের দোকানের প্রায় ৬ লাখ ও কম্পিউটার সাভিসিংয়ের দোকানের এক লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী ফায়ার সাভির্সের স্টেশন অফিসার মির মারুফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘন্টার প্রচেষ্ঠায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে দুটি দোকানে থাকা কয়েক লাখ টাকা মালামাল পুড়ে গেছে বলে জানানো হয়।