গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগের(ডিবি) পুলিশের অভিযানে দক্ষিণ ছায়াবিথী আবাসিক এলাকা থেকে কিশোর অপরাধী চক্রের পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
[caption id="attachment_1478" align="aligncenter" width="960"]
(উদ্ধারকৃত দেশীয় অস্ত্র)[/caption]
গ্রেফতারকৃতরা হলেন (১) মোঃ শাকিল,পিতা মোঃ ফরহাদ হোসেন, সাং বাঙালগাছ, সদর জিএমপি,
(২) ইমতিয়াজ আহমেদ, পিতা হাসান আলি, সাং ভাটিনাগরা, থানা:ত্রিশাল,জেলা-ময়মনসিংহ।
এ/পি-দক্ষিণ ছায়াবিথী সোসাইটি স্কুলের পিছনে বাদলের ৫ম তলার ভাড়াটিয়া।
(৩)সাজ্জাদ রহমান সাব্বির, পিতাঃ মোঃ সেলিম,সাং ভূরুলিয়া তিন রাস্তার মোড়, থানা-সদর, জিএমপি,
এ/পি- রথখোলা স্বপনের টিনশেড বাড়ির ভাড়াটিয়া।
(৪) রাশেদুল আলম হৃদয়, পিতা জাহাঙ্গীর আলম, এ/পি- সাং দক্ষিণ ছায়াবিথী জাহাঙ্গীর হোসেনের বাড়ির ভাড়াটিয়া, স্থায়ী ঠিকানা নাই।
(৫)সাজেদুল করিম চৌধুরী,পিতা মানিক মাহবুব, সাং দক্ষিণ ছায়াবিথী, থানা-সদর, জিএমপি।