নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামের পাশাপাশি থাকা ৬ দোকানে গতকাল (১১জুন) রাতে তালা ভেঙ্গে চুরি হয়েছে নগদ টাকাসহ দোকানের কিছু মালামাল ।
ক্ষতিগ্রস্থ দোকানদারগণ জানায় যে, আজ(১২জুন) সকালে তারা যখন দোকান খুলতে যায় তখন তালা ভাঙ্গা অবস্থায় পরে থাকতে দেখে এবং দোকানের ভিতরে থাকা কিছু খুচরা টাকা ও সিগারেটের বান্ডিল চুরি হয়েছে। ৬ দোকানে আনুমানিক ক্ষতির পরিমাণ বাজার মূল্য ৫ হাজার টাকার মতো। দোকানে থাকা অন্যান্য কোনো জিনিসপত্রের ক্ষতি হয়নি। এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
এলাকাবাসী ও দোকানদারদের ধারণা, এলাকায় যুব সমাজের মধ্যে মাদকাসক্তির পরিমাণ বেড়ে যাওয়ায় এসব অপরাধ হচ্ছে। মাদক সেবনের টাকা না থাকায় তারা এমন অপরাধে জড়িয়ে পড়ছে। যা ভবিষ্যতে আরও বাড়তে পারে।
এলাকাবাসীদের দাবী, এসব মাদকাসক্ত যুবকদের বিরুদ্ধে এলাকায় পুলিশের টহলের দাবী জানিয়েছে। নয়তো ভবিষ্যতে আরও বড় ধরনের অপরাধ ঘটতে পারে।