
অলিদুর রহমান অলি:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ, হাসিনার ফাঁসির দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন গাজীপুর মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে চেরাগআলী থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে শেষ করা হয়।
মিছিলে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন, বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব রাতুল আহমেদ ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান দেন এবং দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।সমাবেশে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন,স্বৈরাচার শেখ হাসিনা ২০২৪ সালের জুলাই-আগস্টের সময় মানবতাবিরোধী অপরাধ করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। এ মামলার রায়কে বাধাগ্রস্ত করতে দেশের বিভিন্ন স্থানে পতিত আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করছে। যানবাহনে অগ্নিসংযোগ করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে সরকারবিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে। তারা বলেন, দলের নীতি ও আদর্শ ধরে রেখে শান্তিপূর্ণ উপায়ে তাদের আন্দোলন চলবে।পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে উপস্থিত ছিল বলে জানা গেছে। তবে মিছিল শান্তিপূর্ণভাবেই শেষ হয়।