
অলিদুর রহমান অলি:
গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে ওষুধ ছিটানো হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণের ব্যক্তিগত উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে টঙ্গীর হাজী মাজার বস্তী এলাকার প্রতিটি অলিগলি ও রাস্তার মোড়ে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়।
এ সময় এলাকার বিভিন্ন ড্রেন, নালা ও জলাবদ্ধ স্থানে মশার প্রজনন রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়।
বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ বলেন “মশার উৎপাতে নগরবাসী ভোগান্তিতে পড়েছে। অনেক জায়গায় নালাগুলো বন্ধ হয়ে থাকায় পানিতে মশা জন্ম নিচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আমি ব্যক্তিগত উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে প্রতিটি পাড়া-মহল্লায় ফগিং কার্যক্রম ও ড্রেন পরিষ্কার করছি।”
ঐএ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, আমিনুল ইসলাম লিটু, মামুন পাঠান প্রমুখ।