
বিশেষ প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী, শ্রীপুর ও কালিগঞ্জ সহ বিভিন্ন স্থানে হা-মীম গ্রুপ কর্তৃক সরকারী জমি ও বনভূমি জবরদখলের খবর গণমাধ্যমে প্রচারের পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন।
বৃহস্পতিবার (৩০অক্টোবর) এক বিবৃতিতে দুই যুগ ধরে রাজপথে আন্দোলনে থাকা এই সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানায়।
ভাওয়াল গড় বাঁচাও আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান ও মহাসচিব রিপন আনসারী এক যৌথ বিবৃতিতে বলেন, বিগত সরকারগুলোর আমলে সকল সরকারী সুবিধা নিয়ে হা-মীম গ্রুপ গাজীপুরের শ্রীপুরে ৫২ বিঘা বনের জমি দখল করেছে। এ ছাড়া কালিগঞ্জ ও টঙ্গীতে শীতলক্ষা ও তুরাগ নদীর তীর দখল করে হাজার হাজার কোটি টাকা মূল্যের সরকারী জমি নিজেদের দখলে নিয়ে কল কারখানা ও শিল্প প্রতিষ্ঠান করেছে এই হা-মীম গ্রুপ। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সকল সুযোগ সুবিধা নিয়ে দলীয় মনোনয়নও চেয়েছিল হা-মীম গ্রুপের মালিক এ কে আজাদ। নৌকা না পেয়ে তিনি স্বতন্ত্র থেকে এমপি হয়ে আওয়ামীলীগকে বৈধতা দিয়েছেন। এর বিনিময়ে গাজীপুরে সরকারী জমি দখলের উৎসব করছে এই ব্যবসায়িক প্রতিষ্ঠানটি। গণমাধ্যমে এই সকল খবর নজরে আসার পর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভাওয়াল গড় বাঁচাও আন্দোলন বলেছে, যত দ্রুত সম্ভব হা-মীম গ্রুপ সহ সকল জবরদখলকারীদের কবল থেকে বনভূমি উদ্ধার না করলে বড় ধরণের আন্দোলন গড়ে তোলা হবে।
গাজীপুর
তাং ৩০.১০.২৫.