
অলিদুর রহমানন অলি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ করা হয়।
শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে শত শত নেতাকর্মী অংশ নেন। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকার।
উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক এস এম রাসেল, আহ্বায়ক সদস্য মনিরুজ্জামান, কাজী ফয়েজ, সাইফুল মৃধা, অভি দেওয়ান, টুটুল প্রমুখ।
যুবদল নেতা সৌমিক সরকার বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবসমাজকে সংগঠিত করতে যুবদল গঠন করেন। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকের যুবসমাজ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, “যুবদল হচ্ছে দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশের সংকটময় সময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখছে।”
শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীরা ‘গণতন্ত্র মুক্তি চাই’, ‘তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ যুবদল’সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে পুরো এলাকা মুখর করে তোলে। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়া এ শোভাযাত্রা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৭৭ সালের ২৭ অক্টোবর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।