রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কোনো ষড়যন্ত্রই ছাত্র-যুবকদের অগ্রযাত্রাকে থামাতে পারেনি,পারবে না —– ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপাসিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশনেত্রী বেগম জিয়াকে ইতিমধ্যেই দেশের সকল মানুষ গণতন্ত্রের মাতা হিসেবে স্বীকৃতি দিয়েছে — গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি শওকত হোসেন সরকার কাপাসিয়া মডেল স্কুল এন্ড কলেজের পাঠ সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৫ অনুষ্ঠিত। টঙ্গীতে বেসরকারি বিদ্যালয়গুলোর ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাংলার মাটির গন্ধে, মানুষের মিলনে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নবান্ন উৎসব ও স্বজন সখিনার জন্মদিন পালিত খিলগাঁওয়ে ওএমএসের পণ্য জব্দ কালোবাজারি চক্রের দুইজন গ্রেফতার, পাঁচজন পলাতক ঢাকায় আবারও ভূমিকম্প, আতঙ্কিত নগরবাসী কাপাসিয়ায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির প্রতিবাদে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কাপাসিয়ায় নদী ও পরিবেশকর্মীদের মিলনমেলায় প্রতিবেশ পুনরুদ্ধারের অঙ্গীকার -উপদেষ্টা রিজওয়ানা হাসান

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান)কাপাসিয়া, গাজীপুর ঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

 

জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান), কাপাসিয়া, গাজীপুরঃ

“নদী বাঁচাও, জীবন বাঁচাও”—এই স্লোগানকে বুকে ধারণ করে নদী ও পরিবেশকর্মীদের এক ব্যতিক্রমী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় তিনি জানান, ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণ ও দখলমুক্ত করে বাঁচাতে বিশ্বব্যাংকের সহায়তায় একটি সমন্বিত প্রকল্প চূড়ান্ত করা হয়েছে, যা আসছে ডিসেম্বর মাসেই পাস হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন ঘাট থেকে নদীপথে এই যাত্রা শুরু হয়। দিনভর আয়োজনে নদীর গল্প, আড্ডা, মতবিনিময় ও নদীর গানে মুখর ছিলেন অংশগ্রহণকারীরা। নদী নিয়ে মুক্তচিন্তা, ছবি আঁকা ও পরিবেশ বার্তা বিনিময়ের মধ্য দিয়ে নদীপ্রেমীরা গাজীপুরের কাপাসিয়ার ধাঁধার চরে পৌঁছান। সেখানেই নদীর তীরে আয়োজিত হয় মূল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজওয়ানা হাসান বলেন, “ঢাকা শহরের চারটা নদী নিয়ে বিশ্ব ব্যাংকের সাথে কথা বলে যে প্রকল্পটা আমরা চূড়ান্ত করে ফেলেছি, আশা করি ইনশাল্লাহ ডিসেম্বরে পাস হয়ে যাবে।”তিনি প্রকল্পের বিস্তারিত তুলে ধরে বলেন, “এই প্রকল্পে পরিবেশের জন্য আলাদা বরাদ্দ রাখা হয়েছে। জনবান্ধব ব্যবস্থা রাখা হয়েছে। (দূষণ) নজরদারি বাড়ানোর জন্য যন্ত্রপাতির ব্যবস্থা রাখা হয়েছে।” উপদেষ্টা আরও বলেন, “কেবল শিল্প দূষণ বন্ধ করলে হবে না, আমরা তো এখন একটা (সঠিক) বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারি নাই। আপনার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, শিল্প দূষণ ব্যবস্থাপনা, সবকিছু যখন একসাথে কাজ করবে তখনই আমরা পরিবেশটাকে বাঁচাতে পারবো। বিশ্ব ব্যাংকের এই প্রকল্পটা সেভাবেই একটি কম্প্রেহেন্সিভ কাভারেজ দিয়ে গড়ে তোলা হচ্ছে।” দূষণ নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী কৌশলের কথা উল্লেখ করে তিনি বলেন, “আপনি একজন একজন করে নদী দূষণকারীকে ধরে ব্যবস্থা নিবেন? নাকি নদী যারা দূষণ করে তাদেরকে একটা সেন্ট্রালি ইটিপির আওতায় আনবেন? নাকি তাদের কয়েকজনকে বন্ধ করে দিবেন? এই সবগুলা অপশন নিয়েই আপনাকে কাজ করতে হবে।”আমাদের দায়িত্ব হলো সেই ব্যবস্থাপনার অংশ হওয়া। যেমন—নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, বর্জ্য পৃথকীকরণে সহায়তা করা এবং দূষণকারী কর্মকাণ্ড দেখলে সোচ্চার হওয়া। দিন শেষে, চারটি ম্যাজিস্ট্রেট বা কয়েকটি প্রকল্প দিয়ে বিশাল এই পরিবেশগত সংকট সমাধান সম্ভব নয়। সরকারের উদ্যোগগুলোর সফলতা তখনই আসবে, যখন দেশের প্রতিটি নাগরিক পরিবেশ সুরক্ষাকে আইনি বাধ্যবাধকতার চেয়েও বড় ‘নৈতিক দায়িত্ব’ হিসেবে গ্রহণ করবে। কাপাসিয়ার ধাঁধার চরে সমবেত নদীপ্রেমীদের “নদী বাঁচাও, জীবন বাঁচাও” স্লোগানটি তখনই সার্থক হবে, যখন তা প্রতিটি নাগরিকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে। জনবল সংকটের কথা স্বীকার করে তিনি বলেন, “চারজন ম্যাজিস্ট্রেট নিয়ে যতটুকু সম্ভব, লড়াই করে যাচ্ছি।”
দিনব্যাপী এই মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুইডেন এম্বাসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান, ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম; পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার; পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাস্সির হোসেন; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক একেএম আরিফ উদ্দিন; বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন।এছাড়াও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার তামান্না তাসনীমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজনে গান, কবিতা ও মুক্ত আলোচনার মধ্য দিয়ে নদীকে বাঁচানোর দৃঢ় প্রত্যয় ব্যক্তকরেন অংশগ্রহণকারীরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৩ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩৩ অপরাহ্ণ
  • ৬:২৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102