মোহাম্মদ শাব্বির আহমদ, টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলার হ্নীলা দক্ষিণ শাখ ৩ নং ওয়ার্ড যুবদলের নেতা-কর্মী ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংগীখালী স্কুলপাড়ার মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ২ নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জননেতা মোহাম্মদ আলী। তিনি তার বক্তব্যে নতুন ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আগামী নির্বাচনে উখিয়া-টেকনাফের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শাহজাহান চৌধুরীকে বিজয়ী করতে হবে।
মতবিনিময় সভায় স্থানীয় যুবদল নেতা-কর্মী ও বিপুল সংখ্যক নতুন ভোটার উপস্থিত ছিলেন।