মো: নাজমুল সিকদার, (কাশিমপুর প্রতিনিধি) গাজীপুর :
কাশিমপুর, গাজীপুর :
কাশিমপুরে জমি দখল সংক্রান্ত একটি ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে একদল সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকালে কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ-বারেক নগর এলাকায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ টিপু সুলতান কাশিমপুর থানায় দায়েরকৃত অভিযোগে জানান, জনৈক মোঃ মোখলেছুর রহমানের মালিকানাধীন জমিতে জোরপূর্বকভাবে দখল চেষ্টার খবর পেয়ে তিনি এবং তাঁর সঙ্গে আরও চারজন সাংবাদিক ঘটনাস্থলে যান। সাংবাদিকরা হলেন—মাই টিভির হুমায়ুন কবির তালুকদার, দৈনিক সবুজ নিশানের মোঃ আশরাফ উদ্দিন বাদশা, দৈনিক সময়ের দেশের মোঃ নাজমুল সিকদার এবং দৈনিক আলোচিত বাংলাদেশের নেছার আহমদ।
অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পৌঁছে জমির সীমানা প্রাচীর ভাঙচুরের ভিডিও ধারণের সময় স্থানীয় ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রাজু এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ৪নং ওয়ার্ড প্রচার সম্পাদক মোঃ ফেরদৌস গাজীসহ ২০-২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের উপর হুমকি ও হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে সেখানে সংরক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ ডিলেট করে দেয় এবং পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে ফোনগুলো ফেরত দেয়।
সাংবাদিক টিপু সুলতান বলেন, “এটি শুধু আমাদের পেশাগত দায়িত্ব পালনে বাধা নয়, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।” তিনি জানান, ঘটনার পর পরই স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দাখিল করা হয়।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সর্বস্তরের গনমাধ্যম কর্মীদের পক্ষ থেকে দ্রুত হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।