মোহাম্মদ শাব্বির আহমদ টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি নেতা এমদাদ হোসেনকে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাত প্রায় ৩:৩০ টার দিকে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দা’ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। সরাসরি এ ঘটনায় জড়িত ছিলেন টেকনাফ পৌর এলাকার আব্দুর রহমান এবং তার পিতা কামাল। এছাড়া তার পরিবারের অন্যান্য সদস্য ও কয়েকজন সহযোগীও হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল বলে অভিযোগ উঠেছে।
এমদাদ হোসেনের মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তিনি দলের নিবেদিতপ্রাণ নেতা ছিলেন এবং সবসময় সংগঠনের কাজে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা ও সহকর্মীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
ঘটনার পর টেকনাফে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত আব্দুর রহমান, তার পরিবার ও সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।