মোঃ নোমান ইসলাম বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে ঘর থেকে চুরি হওয়া টাকার বিষয়ে জানতে চাওয়ায় সাজিদুল ইসলাম (৩৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যুবক বিরুদ্ধে।
গতকাল (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দাউদপুর গ্রামের জোলাপাড়ায় এ ঘটনা ঘটে। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) বিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠিয়েছে।
নিহত সাজিদুল ইসলাম জোলাপাড়া এলাকার মৃত অছির উদ্দিনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সাজিদুল নিজ শয়নকক্ষে বালিশের নিচে ছয় হাজার টাকা রেখেছিলেন কিন্তু খুঁজতে গিয়ে টাকা না পেয়ে মাকে জিজ্ঞেস করেন তিনি। এসময় তার মা তাকে বলেন, রায়হান ও নুরুন্নবী নামের দুইজন প্রবেশ করেছিলেন। বিকেলে ওই দুজনকে টাকার বিষয়ে জিজ্ঞেস করলে ক্ষিপ্ত হয়ে রায়হান ও নুরুন্নবী বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করলে সাজিদুল লুটিয়ে পড়েন মাটিতে।