মোহাম্মদ শাবিবর আহমদ- টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) ও বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার পিস।
বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সুইস গেইট এলাকার কেওড়া বাগানের ভেতরে এ অভিযান পরিচালনা করে র্যাব ও বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে ইয়াবার বিশাল চালানসহ এক ব্যক্তিকে আটক করে। আটক আসামির পরিচয়
আটক ব্যক্তির নাম মোঃ ওমর ছিদ্দিক (২৮)। তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার খারাংখালী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ ওসমান এবং মাতার নাম রশিদা বেগম।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধিনায়ক
অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি সাংবাদিকদের জানান, সীমান্ত দিয়ে ইয়াবা পাচার রোধে বিজিবি ও র্যাব সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “আমাদের দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী অঞ্চলে মাদক চোরাচালান বন্ধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।”
লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, আটককৃত ওমর ছিদ্দিক দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় কয়েক কোটি টাকা।
আইনানুগ ব্যবস্থা
অভিযানে জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।
স্থানীয় প্রতিক্রিয়া স্থানীয়রা র্যাব ও বিজিবির এই সফল অভিযানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, সীমান্ত এলাকায় নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ইয়াবা পাচার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমে আসবে।