বিশেষ প্রতিনিধি:
গাজীপুর মহানগরের ১৮ নং ওয়ার্ডের বাড়িয়ালীর মোড় নিম্ন আয়ের মানুষের ভরসার জায়গা হয়ে উঠছে ওএমএস কর্মসূচি ডিলার হাছনা হেনা আলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও এমএস নির্ধারিত মূল্যে চাউল আটা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করছেন নিম্ন আয়ের মানুষ ।
অনুসন্ধানের জানা যায়, গাজীপুরের ১৮ নং ওয়ার্ডের বাড়িয়ালীর মোড় এলাকার ডিলার হাছনা হেনা আলো এর মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে চাউল ও আটা বিক্রি করে থাকেন ডিলারের প্রতিনিধি হাছিনুর রহমান সজীব।
প্রতি কেজি চাউল (ত্রিশ) টাকা,
প্রতি কেজি আটা চব্বিশ টাকা করে অসহায় মানুষের মাঝে জনপ্রতি সর্বোচ্চ ৫ (পাঁচ) কেজি করে বিক্রি করে থাকেন।
অসহায় মানুষ সুশৃংখলভাবে লাইন ধরে ওএমএস এর আটা চাউল পেয়ে থাকেন। খোঁজ নিয়ে জানা যায়, স্বল্পমূল্যে এসব নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহজে কিনতে পেরে এলাকার অসহায় মানুষ অনেক খুশি।
স্থানীয় ক্রেতারা জানান, বাজার মূল্যের প্রায় অর্ধেক দামে এসব পণ্য কিনে আমরা অনেক উপকৃত হচ্ছি।