জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া, গাজীপুর ঃ
ছিচকা চুরির ঘটনায় গণপিটুনিতে গুরুতর আহত হয়ে গাজীপুরের কাপাসিয়ায় গত শনিবার রাতে মোঃ মোজাম্মেল হোসেন (৫০) নামে এক যুবক নিহত হয়েছেন। সে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মোঃ সিরাজউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, গত শনিবার ভোরে উপজেলার সনমানিয়া ইউনিয়নের দক্ষিণগাঁও গ্রামের মতিউর রহমানের বসতঘর থেকে বেশ কিছু হাড়ি-পাতিল ও আসবাবপত্র চুরি করে চটের বস্তায় ভর্তি করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় জনগণ এত ভোরে বস্তায় করে কী নিয়ে যাচ্ছে এটি জানতে চাইলে সে অসংলগ্ন জবাব দেয়। এ সময় তার বস্তা খুলে হাড়ি পাতিল ও আসবাবপত্র দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে বেধরক মারপিট করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার স্ত্রী সুলতানা রাজিয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি মামলা করেন।