টঙ্গী, গাজীপুর:
গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় ক্যাপিটা টাইমস স্কয়ার মার্কেটের দোকান কিনে প্রতারণার শিকার হয়েছেন প্রায় ৫ শতাধিক ক্রেতা। মার্কেটটির উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে ক্যাপিটা ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড, যার প্রধান কার্যালয় বনানী, ঢাকায়।
২০০৫ সালে নির্মাণ কাজ শুরু হলেও প্রায় দুই দশকেও প্রকল্পটি সম্পূর্ণ হয়নি। শুরুতে ৩৬ কিস্তিতে অর্থ পরিশোধের শর্তে দোকান বিক্রি ও নমুনা দলিল সরবরাহ করা হয়। কিন্তু নির্মাণে অগ্রগতি ধীরগতির হওয়ায় ক্রেতারা হতাশ হন।
২০১২ সালে স্কয়ার ফুট প্রতি ১,৬৫০ টাকা অতিরিক্ত দাবি করা হয়, যা চুক্তিতে ছিল না। ২০১৭ সালে দোকান হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে মাসিক ভাড়ার আশ্বাস দেওয়া হলেও কাজ ৫০% অগ্রসর হয়নি।
২০২২ সালে প্রতীকী হস্তান্তরের ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়। এরপর বিদ্যুৎ সংযোগ বাবদ ১,২০,০০০ থেকে বাড়িয়ে ১,৫০,০০০ টাকা দাবি করা হয়।
সেবা চার্জও বেড়ে বর্তমানে ৪০ টাকা প্রতি বর্গফুট করা হয়েছে, যা নমুনা চুক্তির বিপরীত। তাছাড়া নমুনা দলিল বাতিল করে নতুন দলিলে স্বাক্ষরের চাপও রয়েছে।
ভুক্তভোগীরা অবিলম্বে প্রতারণার সুষ্ঠু সমাধান দাবি করেছেন। এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোকাররম হোসেন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।