টঙ্গী প্রতিনিধি:
গাজীপুর মহানগরের টঙ্গীতে অস্ত্র ও মাদক মামলাসহ ১৬ মামলার আসামি ‘নারকাটা’ মাসুদ (৩৫) কে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ ।
গতকাল সন্ধ্যায় টঙ্গীর আউচপাড়া মোক্তার বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে আরো দুই সহযোগী সুমনও পুশন কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাসুদ মহানর টঙ্গীর এরশাদনগর ৭নং ব্লকের বাবুর্চি মো. আশরাফের ছেলে। গাজীপুর মহানগর ডিবি পুলিশের এসআই সফিক জানান দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ছিনতাই করা অবস্থায় আমাদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ধাওয়া করে তাাে আটক করা হয় । নারকাটা মাসুদের বিরুদ্ধে ইতিপূর্বে ছিনতাই ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।
মাসুদ এলাকায় চিহ্নিত ছিনতাইকারী ও চাঁদাবাজ। আউচপাড়া এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, এই চিহ্নিত ছিনতাইকারী ও দুর্ধর্ষ চাঁদাবাজ বিভিন্ন বিল্ডিং এ গিয়ে ঠিকাদারদেরকে জিম্মি করে চাঁদা আদায় করে । এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তার করেছে নারকাটা মাসুদ। তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে চরম মূল্য দিতে হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিব জানান এরকম একজন ভয়ংকর সন্ত্রাসী আমার থানা এলাকায় ছিল জানা ছিল না। যে কোন অপরাধীদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ রইল। এ ধরনের সন্ত্রাসীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে ।।