স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়ায় সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
৩০ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লের চক্করে যা বিভাগের সকল স্তরের কর্মকর্তা- কর্মচারীদের ব্যানারে
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগিদের ওষুধ না দেয়ায় মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ে আছে, মর্মে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদে তৎকালীন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং বর্তমানে গাজীপুর জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানকে জড়িয়ে সংবাদ প্রকাশ হয়। এর প্রতিবাদে ডাক্তার, নার্স, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য সহকারী, সিএসসিপি, মাহা পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর ও চতুর্থ বেশি কর্মচারী বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক স্বাস্থ্য কর্মীরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মেয়াদোত্তীর্ণ ওষুধ কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য বিভাগের তদন্ত টিম এবং গাজীপুর সমন্বিত দুদক টিম ইতি তাদের তদন্ত কাজ শুরু করেছেন।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ চিত্ত রঞ্জন দাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আনিসুর রহমান, এসসিপি কামাল হোসেন, ইসলাম, স্বাস্থ্য সহকারী ওসমান গনি, মামুন পারভেজ, ভারপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর কাজী জাহাঙ্গীর আলম, হ্যালথ প্রোভাইডার আলাউদ্দিন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মজিবুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সিভিলে সার্জন ডাঃ মোঃ মামুনুর
রহমানকে নির্দোষ দাবি করে বলেন, দীর্ঘদিন তিনি কাপাসিয়া চাকরি করেছেন। কখনো উনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব
পালন করেছেন। একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলক ভাবে তাঁর বিরুদ্ধে রয়েছে। উপস্থিত সহকর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসল ঘটনা উদঘাটনের দাবি জানান।