শেরপুর নালিতাবাড়ীতে ঐতিহ্যবাহী সরকারী তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়(স্থাপিত ১৯৪১ইং) মাঠটি খেলার অনুপযোগী হয়ে পরায় স্থানীয় তরুণদের নিজ উদ্যোগে পরিচর্যা করা হয়।
আজ (১২) জুন শনিবার সকাল ১১ টার দিকে দেখা যায় একদল তরুণ নিজ উদ্যোগে মাঠে মাটি কেটে মাঠের বিভিন্ন জায়গার গর্ত ভরাট করছে। মাঠটি দীর্ঘদিন যাবৎ খেলার অনুপযোগী হয়ে থাকায় স্থানীয় তরুণ উদীয়মান খেলোয়াড়রা অনুশীলন এবং খেলাধুলা করার সুযোগ সুবিধা পাচ্ছে না। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই মাঠে প্রতিবছর বড় টুর্নামেন্টের আয়োজন করা হতো,মাঠের বেহাল অবস্থা থাকায় এমন আয়োজনে বাধা সৃষ্টি হচ্ছে।আরো জানা যায় হালকা বৃষ্টি হলেই মাঠে দক্ষিণ পাশে প্রচুর পানি জমে থাকে। এছাড়া খেলার প্রয়োজনীয় সুযোগ সুবিধা না পাওয়ায় তরুণরা মাদকের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয় তরুণ খেলোয়াড় এবং আশেপাশের লোকজন জানায় মাঠের পাশে প্রয়োজনীয় ট্রেনের ব্যবস্থা না থাকায় পানি জমে মাঠ নষ্ট হচ্ছে এবং মাঠের চারদিকে দেয়ালের বেষ্টনি না থাকায় মানুষ ও গরু-ছাগল ঢুকে মাঠের সৌন্দর্য নষ্ট করছে।
উক্ত মাঠের সঠিক পরিচর্যা করে মাঠটি খেলার উপযোগী করে তুলার জন্য জোড় দাবী জানায় এলাকাবাসী ও স্থানীয় তরুণ খেলোয়াড়রা। তাদের দাবী মাঠটি সঠিক পরিচর্যা করা হলে তরুণদের খেলার আগ্রহ বেড়ে যাবে এবং খেলার মাধ্যমে সমাজ থেকে মাদক দূর করা যাবে।