স্টাফ রিপোর্টার :-
বোয়ালখালীর গাউছে হাওলা দরবারে হযরত শাহ্ সুফি মাওলানা সৈয়দ আব্দুল কুদ্দুছ (র.) এর ৬৫তম বার্ষিক ওরশ আগামী শনিবার অনুষ্ঠিত হবে। এতে দরবারের ভক্ত ও অনুরক্তদের উপস্থিত হবার জন্য দরবারের পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরীসৈয়দ সাইফুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মনিরুল কুদ্দুছ আকবরী ও শাহাজাদা সৈয়দ ইক্তিশাব কুদ্দুছ আকবরী অনুরোধ জানিয়েছেন।
মহান ২৯শে চৈত্র নুরানি মাহাফিলের ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন বিশেষ্ট ইসলামি চিন্তাবিদ দরবার-এ গাউছে হাওলার সাজ্জাদানশীন, গাউছে হাওলার দর্শন এর মহান দীক্ষা গুরু, মুর্শিদে বরহক, পীরে তরিকত, রাহবারে শরিয়ত, রওনকে আহলে সুন্নত সৈইয়েদুস সুফীয়া ❝হযরত আলহাজ্ব পীরজাদা শাহা সূফী সৈয়দ নঈমুল কুদ্দুছ আকবরী (মাঃজিঃআঃ)❞ ছাহেব কেবলা।
আসন্ন মহান ২৯শে চৈত্র দরবারে ওরশ মোবারকে মুরিদান, ভক্ত ও আশেকানদের পালনীয় বিশেষ নির্দেশিকা :
১. যারা হাদিয়া নিয়ে যাবেন তারা মনে রাখবেন হাদিয়া হচ্ছে মোহাব্বত এর জিনিস তাই হাদিয়া কে মোহাব্বত করে আদব সহকারে দরবারে নিয়ে ডান ফাসেকী করে নয়।
২. দরবারে আসা ও যাওয়ার পথে আজান পূর্ববর্তী ১০ মিনিট পরবর্তী ২০ মিনিট যানবাহন ও হাদিয়ার সঙ্গে থাকা সকল প্রকার বাদ্যযন্ত্রসহ মাইক সাউন্ড বক্স বন্ধ রাখুন। আসা যাওয়ার পথে গাড়ী করে সাউন্ড বক্সের মাধ্যমে কোন প্রকার উৎশৃঙ্খল গান বাজনা সহিত নিত্য করে (ডিজে/DJ) আসা সম্পূর্ণ নিষেধ শুধু মাত্র দরবারি গান ও তকবিরের কাজে ব্যবহার যোগ্য।
৩. একে অপরকে সহযোগিতা করে দরবারে যাতায়াত ও অবস্থান করি। আসা যাওয়ার সময় চালক যেন সাবধানতার সাথে যানবাহন চালাই সেদিকে সজাগ দৃষ্টি রাখবেন। যানবাহনের নির্দিষ্ট গতিসীমা ট্রাফিক নির্দেশনা মেনে চলুন এবং গাড়ির ছাদে উঠে কেউ আসা যাওয়া করবেন না।
৪. দরবার শরীফে আনিত হাদিয়াকে কোন অবস্থায় কষ্ট দেওয়া এবং দারবারের মানক্ষুন্ন হয় এই রকম কার্য কলাপ থেকে বিরত থাকিবেন।
৫. দরবারে অবস্থান কালিন সময়ে নামাযের সময় হলে অন্যান্য কাজে বিরতি দিয়ে নামায আদায় করে নিন। যে যেই অবস্থায় অবস্থান করুন না কেন জামাতের সহিত নামাজ আদায় করিতে সচেষ্ট থাকিবেন।
৬. দরবারে আগত মেহমানদের গাড়ী সমূহ নির্দিষ্ট স্থানে রাখিয়া মালবাহী জরুরী সেবামূলক গাড়ী ব্যতীত অন্য কোন প্রকার গাড়ী এলাকায় প্রবেশ করা নিষেধ।
৭. দরবারে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে গদিনশীন সাথে সাক্ষাত করুন ও পবিত্র থাকবেন। হৈ চৈ মুক্ত পরিবেশ তৈরি করি, সমস্ত ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতসহ্ দরূদ শরীফে নিজেকে মগ্ন রাখি।
৮. দরবারে আওলাদদের সম্মান ও মর্যাদার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল হই। ধুমপান করা, জুতা পায়ে প্রবেশ ও অনুমতি ব্যতিত অন্দরমহলে প্রবেশ নিষেধ।
৯. দরবারের সম্মানার্থে সকল প্রকার আইন-শৃঙ্খলা মান্য করে অসমাজিক কাৰ্য্য কলাপ থেকে বিরত থাকিবেন। সু-শৃঙ্খল ও আদবের সহিত চলাচল করে উশৃঙ্খলতা পরিহার করিবেন। চলাফেরায় বা কথাবার্তায় কাউকে কষ্ট দেয়া হতে বিরত থাকুন। বিছিন্ন ঘটনা এড়ানোর লক্ষ্যে স্বেচ্ছাসেবকদের সহায়তা করবেন।
(দরবার আদবের স্থান রওজা শরীফকে পেছনে রেখে ছবি তোলা, সেল্ফি তোলা থেকে বিরত থাকুন।)
১০. তবারুক যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন।
(ভুলে যাবেন না গাউছে হাওলার দরবারের তবারুকের প্রতিটা দানায় ফয়েজ রহমত থাকে, যতটুকু খেতে পারবেন তার চেয়ে অধিক গ্রহণ করে পরে যেন ফেলে দিতে না হয়। মনে রাখবেন গাউছে হাওলা রহমত হাতে নিয়ে ফেলে দেয়ার মত দুঃখজনক আর কিছু হতে পারে না!)
১১. ওযু, গোসলের জায়গা গুলোতে নিজেদের মূল্যবান জিনিস-পত্রের প্রতি খেয়াল রাখুন।
১২. মহিলাগণ যথাযথ পর্দা অবলম্বন করুন, শিশু, অসুস্থ ব্যাক্তি ও বৃদ্ধদের অবশ্যই অবিভাবকদের নিজ দায়িত্বে রাখুন। প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত খুঁটিনাটি ঔষধপত্র সঙ্গে রাখি।
নারী, বৃদ্ধ এবং শিশুদের প্রতি বিশেষ সুবিধা ও যত্ন নিয়ে এগিয়ে আসি।
১৩. অপরিচিত কেউ এদিকে সেদিকে ঘুরাফেরা করবেন না। সাক্ষাৎ ও বিদায় নেয়ার সময় লাইনে ঠিক ভাবে দাঁড়াবেন।
১৪. মাঠে খাওয়ার এর জন্য ঠিক ভাবে বসে অপেক্ষা করুন।
(যারা সাহেদারীর কাজে নিয়জিত আছে তাদেরকে সহায়তা করুন তাদের সাথে খারাপ আচরণ করবেন না, তার মিশিন নয়, তারা তাদের কাজ ঠিক ভাবে করার জন্য সর্বোচ্ছ চেষ্টা করে।)
১৫. দরবারে হালকা জিকির মাহফিলে শরিক থাকুন, সর্বদা আল্লাহু আল্লাহু জিকির করুন ও রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরুদ পাঠ করুন। সামা মাহফিলের আদব সর্ম্পকে নিজে সচেতন হই অন্য জনকে উদ্বুদ্ধ করি। মোনাজাতকালীন বিচ্ছিন্নতা পরিহার করে এতে অংশগ্রহণ করি।
১৬. যদি আগত মেহমানদের কোন প্রকার সমস্যার সম্মুখিন হন তাহলে দায়িত্ব রত ব্যাক্তিদের সাথে যোগাযোগ করবেন।
১৭. দরবারে অবস্থান কালীন সময় নিজেকে অন্যদের চেয়েও অযোগ্য অধম নিকৃষ্ট মনে করি। উৎকৃষ্টতার পন্থা অনুসরণে লক্ষ্যে অন্যদের প্রতি মমত্ববোধ নিয়ে দাঁড়াই।
উপরোক্ত নির্দেশিকা সমূহ পালন করে দরবারের সম্মানকে অক্ষুন্ন রাখতে সহযোগিতা করার জন্য দরবারের মুরিদান ভক্ত ও আশেকানদের প্রতি উদাত্ত আহবান করা যাচ্ছে।
মওলা আমাদের সকলের জানা অজানা ত্রুটিগুলো ক্ষমা করুক। মওলা আপনাদের সকলকে নিরাপদে যাতায়াতের সুব্যবস্থার জন্য ছায়া হয়ে থাকবেন। ইনশাহ আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামীন গাউছে হাওলার ও শিবলী বাবার নজরে করম, ফয়েজ, রহমত ও বরকত আমাদের নসীব করুন।
আমিন, বেহুরমাতে সৈয়্যদুল মুরসালিন।