মোহাম্মদ মনজুরুল হক গাজী:
কাপাসিয়ার অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (টি.এস.ডি.এ) এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আসর “টি.এস.ডি.এ-কুরআনের আলো” সিজন-৫ এর ফাইনাল রাউন্ড এবং অত্র সংগঠনের সদস্যদের অভিভাবকগণের সম্মানে প্রীতি ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কাপাসিয়া উপজেলার টোক রণেন্দ্র উচ্চ বিদ্যলয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন টি.এস.ডি.এ এর উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, সংগঠনের সদস্যদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা স্বেচ্ছাসেবী ফোরামের নেতৃবৃন্দ,বিভিন্ন হাফিজিয়া ও এতিম খানার ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ৬ জন প্রতিযোগীকে তাদের মেধাক্রম অনুযায়ী সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট, ঈদের স্পেশাল গিফট হ্যাম্পার ও নগদ প্রাইজমানি প্রদান করা হয়।
এ সময় টি.এস.ডি.এ এর সভাপতি বিশিষ্ট সমাজকর্মি নুরুজ্জামান (হুমায়ুন কবির) বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও পবিত্র মাহে রমজানে হিফজুল কুরআন প্রতিযোগিতার এই নান্দনিক আয়োজন টি.এস.ডি.এ-কুরআনের আলো” সিজন-৫ আয়োজন করা হয়। এ বছরও যথারীতি বিভিন্ন হিফজ মাদরাসার অসংখ্য ছাত্র আবেদন করে, বিজ্ঞ বিচারকদের রায়ে বাছাই করে ২০ জন প্রতিযোগীকে চুড়ান্ত পর্বের জন্য মনোনীত করে ‘ইয়েস কার্ড’ প্রদান করে ৪ টি গ্রুপে প্রতিযোগিতাটির মূল পর্ব আরম্ভ হয়। অনেক গুলো রাউন্ড পেরিয়ে ৬ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে পারফর্ম করে। আমি এই প্রতিযোগীসহ অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান ও উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার অতিথিবৃন্দদের মোবারকবাদ জানাই। ভবিষ্যতে আরো সুন্দর আযোজনের জন্য সকলের নিকট দোয়া চান তিনি।
উল্লেখ্য, ১ম রমজান থেকে ইফতারের পূর্ব মুহূর্তে টোক সোশ্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (টি.এস.ডি.এ) এর একমাত্র অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে এই প্রতিযোগীতাটি সম্প্রচারিত হয়।