এস,এম,রুহুল তাড়াশী, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:-
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ধর্ষণবিরোধী আন্দোলন ও মানবাধিকার সংরক্ষণে কাজ করা সংগঠন “নির্ভয়া বাংলাদেশ” তাদের সিরাজগঞ্জ জেলা শাখা কমিটি অনুমোদন দিয়েছে।
২৩শে মার্চ রোজ রবিবার নির্ভয়া বাংলাদেশ-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী
সিরাজগঞ্জ জেলা শাখা ১১ বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয় এতে সভাপতি হিসেবে এস. এম. রুহুল তাড়াশী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ লিটন সরকার সহ-সভাপতি খায়রুল এনাম, (মোস্তফা)
যুগ্ম সাধারণ সম্পাদক মোঃসিদ্দিকুর রহমান(সিদ্দিক),
কোষাধক্ষ মোহাম্মদ মোশারফ হোসেন (মারুফ),
নির্বাহী সদস্য ইমরান হোসাইন, নির্বাহী সদস্য মালিক আলি প্রামাণিক,
প্রশাসনিক প্রধান মোঃ আরিফুল ইসলাম (আরিফ)
, ফান্ডিং অনুদান প্রদান হাসানুর রহমান,
প্রকল্প ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম (চঞ্চল)
মিডিয়া প্রচার প্রধান
মোঃ তুষার মাহমুদ।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এবং তাদের দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
নবগঠিত কমিটিগুলো নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি, আইনি সহায়তা প্রদান এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংগঠনের সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম , এক বিবৃতিতে বলেন,”সিরাজগঞ্জ নতুন কমিটিগুলো নির্ভয়ার মূল লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে কাজ করবে। নারীদের প্রতি সহিংসতা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইনগত সহায়তা ও প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।”
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, “নির্ভয়া বাংলাদেশ শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধেও বিশ্বাসী। আমরা আশাবাদী, নতুন কমিটিগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখবে।”
সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নির্ভয়া বাংলাদেশ ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নিয়ে দেশব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।