মোহাম্মদ মনজুরুল হক গাজী :
গাজীপুরে–ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবলের রাজস্বভুক্তকরণ ও আউটসোর্সিং বাতিলসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায়–দেশব্যাপী মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের অংশ হিসেবে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ,গাজীপুর জেলা শাখা এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।
প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী ও কেয়ারটেকার- শিক্ষকদের ৫ দফা দাবি হলো– আউটসোর্সিং বাতিল করতে হবে, প্রকল্পের সকল জনবলকে রাজস্বভুক্ত করতে হবে, কেয়ারটেকার ও কর্মীদের স্কেলভূক্ত করতে হবে, শিক্ষকদের সম্মানী বৃদ্ধি করতে হবে, আসন্ন ঈদের আগেই প্রকল্প পাশ করে সকল জনবলের সকল বকেয়া বেতন-ভাতাদি পরিশোধ করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার একরামুল হক, ফিল্ড সুপারভাইজার জিল্লুর রহমান, ফিল্ড সুপারভাইজার মাসুদ রানা, মডেল কেয়ারটেকার আলী হোসেন, সাধারণ কেয়ারটেকার আব্দুল কাদের, মডেল শিক্ষক ফয়জুর রহমান।
বক্তাগণ বলন ,নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা (৮ম পর্যায়) প্রকল্পটি অনুমোদন প্রক্রিয়াধীন থাকলেও ৩২ বছরের এই প্রকল্পটি আউটসোর্সিং করার চিন্তাভাবনা চলছে। বক্তাগণ দুঃখ করে বলেন, দেশের ৯ শতাংশ হিন্দুদের জন্য মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমটি আউটসোর্সিং করা হয়নি অথচ ৯০ ভাগ মুসলমানের দেশে কোরআন শিক্ষার এই প্রকল্পটি আউটসোর্সিং করা হলে কোরআন শিক্ষার প্রক্রিয়াটি ধ্বংস হবে এবং আলেম-ওলামাদের মধ্যে ব্যাপক অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
মানববন্ধন শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে একটি প্রতিনিধি দল গাজীপুরের জেলা প্রশাসকের নিকট প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি হস্তান্তর করেন।