স্টাফ রিপোর্টার :
গাজীপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফারের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১৬ মার্চ) রাতে আওড়াখালি বাজার এলাকায় একদল দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি—অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক!