মোঃ ফিরোজ আহমেদ নীলফামারী প্রতিনিধি:
শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে শহরের শহীদ তুলশীরাম সড়কের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলন করেছেন সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি) ও তার ছোট ভাই অমিত কুমার আগরওয়ালা (রিক্কি)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুমিত কুমার আগরওয়াল (নিক্কি) উপস্থিত সংবাদকর্মীদের জানান, আমাদের বাপ-দাদার ১শ’ ৩৫ শতক সম্পত্তি নিয়ে মাননীয় আদালতে ভাগ-বটোয়ার মামলা নং অন্য ১২১/১৮ চলমান থাকার পরেও সৈয়দপুরের ভুমিখেকো রেলের সম্পত্তি আত্মসাৎকারী আলতাফ হোসেন নিজেকে ভাড়াটিয়া সাজিয়ে জাল কাগজপত্র বানিয়ে দেশিও অস্ত্র-শস্ত্রসহ সাঙ্গপাঙ্গ নিয়ে গত ৮ মার্চ আমাদের সম্পত্তি দখল করতে এসে এলোপাথারি আক্রমন শুরু করলে আমার ছেলে গুরুতর আহত হওয়ায় তাকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার পর আমরা ধর্মীয় সংগঠন হিন্দু কল্যাণ সমিতির সিদ্ধান্তে গত ৯ মার্চ ভুমিখেকো আলতাফের বিরুদ্ধে সংগঠনের ব্যানারে মিছিল করি। হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাডভোকেট তুষার কান্তি রায় ব্যক্তিস্বার্থে সংগঠনের সংখ্যাগরিষ্ট মতামতের বিপক্ষে অবস্থান নেন এবং ভুমিদস্যু আলতাফের নিকট অবৈধ সুবিধা নিয়ে সংগঠনের প্যাডে একক স্বাক্ষরে বিবৃতি দেন। যার উদ্ধৃতি দিয়ে আলতাফ হোসেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।
একদিন আগে আলতাফ হোসেন ব্যবসায়ী সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলন করে দাবি করছেন যে, তিনি চলতি বছরের জানুয়ারি মাসে বাড়িটি ভাড়া নিয়েছেন। অথচ, তিনি মাচের ২ তারিখ ভারাটিয়ার কাগজপত্র নোটারি পাবলিক করেছেন। সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন তা’ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা জানাই ও আমরা মাননীয় আদালতে যেহেতু মামলা চলমান তার রায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। তারা আরো বলেন ভূমিদস্যু আলতাবের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ে অনেক সম্পত্তি বেআইনিভাবে দখল করে রেখেছেন তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুমিত কুমার আগরওয়ালার ছোটভাই অমিত কুমার আগরওয়ালা (রিক্কি), তাদের মা, বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সহ-সভাপতি শফিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে এসএস পারভেজ লিটন ও আনোয়ার হোসেন প্রামাণিক, বিএনপি’ নেতা শেখ বাবলু, শামসুল আলম, শাহিন আকতার, বিএনপি’ ১১নং ওয়ার্ডের সভাপতি মোখলেছুর রহমান প্রমূখ