সশরীরে রিভিউ ক্লাস এর পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জবি শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে উপাচার্য বরাবর শিক্ষার্থীরা উক্ত স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা সশরীরে রিভিউ ক্লাস ও ঈদের পর পরীক্ষার দাবি জানিয়েছে।
স্মারকলিপিতে বলা হয়, ‘চলমান করোনা পরিস্থিতিতে গতবছর থেকে দফায় দফায় লকডাউন ও শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ ছিল। এমতাবস্থায়, আমরা হলহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় খুলে যাবে, ক্লাস-পরীক্ষা হবে এমন নিউজ পেয়ে ২/১ বার মেস/বাসা ভাড়া নিয়েছি এবং পরবর্তীতে বন্ধ বাড়ায় সেগুলো আবার ছেড়েও দিয়েছি।’
স্মারকলিপিতে আরও বলা হয়, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৮ জুন বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সাথে উপাচার্য মহাদয়ের আলোচনা সভায় অনলাইনে রিভিউ ক্লাস ও জুলাইয়ের প্রথম সপ্তাহে সশরীরে পরীক্ষার নীতিগত সিদ্ধান্ত হয়েছে কিন্তু বর্তমানে অনলাইনে রিভিউ ক্লাস নিয়ে আমরা শিক্ষার্থীরা চিন্তিত। অনলাইন ক্লাসের ঘাটতি পোষাতে যে রিভিউ ক্লাস, সে রিভিউ ক্লাসই যদি অনলাইনে নেওয়া হলে ঘাটতি কতটা পূরণ হবে এমন প্রশ্ন থেকেই যায়।”
স্মারকলিপিতে শিক্ষার্থীরা আরো উল্লেখ করেছেন যে “এতদিন বন্ধ থাকার পর আমাদের মেস/বাসা খোঁজা, পরীক্ষার ফিস ও অন্যান্য খরচ বহন করার জন্যে আর্থিক ও মানুষিক প্রস্তুতি প্রয়োজন।”
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. ইমদাদুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন “সামনের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ ব্যাপারে আলোচনা করা হবে।”