মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে লটারির মাধ্যমে ২৮ জন ওএমএস ডিলার নিয়োগ বিরামপুরে ভূয়া সেনাবাহিনী আটক কাপাসিয়ায় সাংবাদিক ফোরামের কমিটি গঠিত: সভাপতি আবু সায়িদ,সম্পাদক সাইফুল্লাহ লবিব দলের জন্য নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন জতীয়তাবাদী বিএনপি বংশাল থানার সাধারণ সম্পাদক মোঃ মামুন সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা ৫নং নওগাঁ ইউনিয়ন বিএনপি আয়োজনে চা চক্র অনুষ্ঠিত বিরামপুরে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ পেলেন ৩৬ কৃষকঃ রাজধানীর উত্তরায় বিএনপি নেতার রাস্তা উদ্ধোধনে আওয়ামী লীগ বিরামপুরে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর বিরামপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

গাজীপুরে বিশ্ব মান দিবস পালন

মোহাম্মদ মনজুরুল হক গাজী:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ মনজুরুল হক গাজী :

“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে প্রতিপাদ্যের উপর গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে গাজীপুরে ৫৫তম বিশ্ব মান দিবস-২০২৪ পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুর ও বিএসটিআই- গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের যৌথ আয়োজনে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. ওয়াহিদ হোসেন,গাজীপুর। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোতাছেম বিল্যাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিএসটিআই-গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মো. কামাল হোসেন। এ আলোচনা  সভায় বিভিন্ন সরকারী—বেসরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ,ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই বিএসটিআই কার্যক্রমের ওপর একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএসটিআই-গাজীপুর  অফিসের প্রধান– বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য বিষয়ের তাৎপর্য, বিএসটিআই‘র কার্যক্রম, গ্রহনযোগ্যতার বিষয়  উল্লেখ করেন এবং প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট অন্যান্যদের দক্ষতা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে অভিষ্ট লক্ষ্যে এগিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথি মো.ওয়াহিদ হোসেন পণ্যের মানের বিষয়ে বলেন, সুস্থ ও উন্নত জীবন যাপন, সমৃদ্ধশালী দেশ এবং আন্তজাতিকভাবে স্বীকৃতির জন্য সঠিক মানের পণ্য অতিগুরুত্বপূর্ণ। অন্যদিকে নিম্নমানের পানীয়সহ অন্যান্য খাদ্য দ্রব্যের বিষক্রিয়ায় বর্তমানে আমাদের দেশে বিভিন্ন দুরারোগ্য রোগ হচ্ছে। সেক্ষেত্রে বিএসটিআই বিভিন্ন পণ্যের যুগোপযোগী মান প্রনয়ন ও বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে পারে। এছাড়া তিনি মান দিবসের প্রতিপাদ্য বিষয়ের ব্যাপারে বলেন, দেশীয় পণ্যের উপরে আস্থা বাড়াতে হবে এবং সমন্বিত উদ্যোগে দেশকে এগিয়ে নিতে হবে।

বিশেষ অতিথি বলেন, পণ্যের মান নিয়ন্ত্রনে বিএসটিআইকে শহর থেকে গ্রাম সবখানেই প্রচেষ্টা চালাতে হবে; যাতে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য ও ভোগ্যপণ্যের ক্ষেত্রে সবার প্রাপ্তি নিশ্চিত হয়। এজন্য শিল্প উদ্যোক্তা ও বিএসটিআইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। বিএসটিআই যেন আস্থার প্রতীক হয়ে উঠতে পারে।

সভাপতির বক্তব্যে মো.মোতাছেম বিল্যাহ  স্টেকহোল্ডারদের বিএসটিআইথর প্রণীত মান যথাযথভাবে অনুসরণ করে সুস্থ-সবল জাতি গঠনে আন্তর্জাতিক মান অনুসরণ করে পণ্য তৈরী ও বিপণনের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩ পূর্বাহ্ণ
  • ১২:০০ অপরাহ্ণ
  • ১৬:৩১ অপরাহ্ণ
  • ১৮:২৮ অপরাহ্ণ
  • ১৯:৪৭ অপরাহ্ণ
  • ৫:২৮ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102