শফিউল আলম শফিক, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
প্রবাহমান কালের গতিতে ও ঋতু চক্রের আবর্তে শরৎ এসেছে শ্রী শ্রী দূর্গামায়ের আগমনী বার্তা নিয়ে। অসুরিক শক্তি যখন পদদলিত করে মানবিক শক্তিকে, তখনই সর্বশক্তিমান বিশ্বশ্রষ্টা আবির্ভুত হন ঈশ্বরুপিনী মা দূর্গারুপে। তাই মায়ের সন্তুষ্টির জন্য আমাদের এই শারদীয় দূর্গাপূজা পুজার আয়োজন। এমনই অভিপ্রায় ব্যাক্ত করেন সনাতন ধর্মাবলম্বী শেরপুরের শ্রীবরদীর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি শ্রী সেতু কুমার সাহা ও সাধারণ সম্পাদক শ্রী বাদল মহন্ত। সনাতন ধর্মাবলম্বী লোকেরা ২৩ শে আশ্বিন ১৪৩১ বাংলা (৯ অক্টোবর ২০২৪) থেকে ২৭ আশ্বিন ১৪৩১ (১৩ অক্টোবর ২০২৪) পর্যন্ত ৫ দিন ব্যাপী আয়োজন করে দুর্গা পুজার। ২৩ আশ্বিন (ষষ্ঠী দিবা) সায়ংকালে দূর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাস, ২৪ আশ্বিন (সপ্তমী দিবা) শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা, ২৫ আশ্বিন (অষ্টমী দিবা) দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পুজা, ২৬ আশ্বিন ( নবমী দিবা) দুর্গাদেবীর মহানবমী বিহিত পুজা, ২৭ আশ্বিন (দশমী দিবা) দূর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন।গতকাল বৃহঃবার রাত ৮ টায় শেরপুর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম ও শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার জাহিদ পূজার সার্বিক নিরাপত্তা জোরদারে শ্রীবরদীর বিভিন্ন পুজা মণ্ডল পরিদর্শন করেন। শ্রীবরদী উপজেলায় মোট ১৩ টি মণ্ডপে প্রতিমা তৈরী করা হয়, এর মধ্যে পৌরসভায় ৪ টি মণ্ডপ, ১/ শ্রীবরদী মধ্য বাজারস্থ বারোয়ারী দূর্গা পুজা মণ্ডপ,
২/ সাহাবাড়ী দূর্গা মন্দির, ৩/শ্রীবরদী উত্তর বাজারস্থ রাধা গোবিন্দ মন্দির, ৪ /শ্রীবরদী খামারিয়া পাড়া দাসবাড়ী দূর্গা পূজা মণ্ডপ,
৫/রামা কুসুম দূর্গা মন্দির, ৬/ খাসপাড়া দূর্গা মন্ডব, ৭/ সর্বজনীন দূর্গা মন্ডব,৮/শ্রী শ্রী রাধা গোবিন্দ সংঘ দূর্গা মন্দির,৯/ মাতৃ সংঘ দূর্গা মন্দির, ১০/ সর্বজনীন দূর্গা মন্দির, ১১/ জয় মা ক্লব মণ্ডপ, ১২/ বড় গেরামারা যুব সমাজ দূর্গা মন্দির, ১৩/ বাঘবেড় সর্বজনীন দূর্গা মন্দির। শ্রীবরদী উপজেলা পূজা কমিটির সভাপতি শম্বু সাহা বলেন যে,সামগ্র মানব জাতির কল্যান ও শান্তি কামনাই আমাদের এই শারদীয় দুর্গা পূজার উদ্দেশ্য। পূজার মাধ্যমে সমগ্র জানব জাতির কাছে পৌঁছে দিতে চাই শান্তির বাণী।