স্টাফ রিপোর্টার:
“কানেক্ট বাংলাদেশ” বিশ্বব্যাপী প্রবাসীদের সংগঠন। আগামী ২৬ ও ২৭ অক্টোবর ২০২৪ পর্তুগালের লিসবনে <কানেক্ট বাংলাদেশে> এর ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় চ্নিরাপত্তা, জবাবদিহীতা, শৃংখলা ও বৈষম্যহীন বাংলাদেশ।
উক্ত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কেন্দ্রীয় সমন্বয়কগন ও বিভিন্ন দেশ কমিটির প্রতিনিধিগন অংশগ্রহন করবেন। কানেক্ট বাংলাদেশ দেড়কোটি প্রবাসীদের দাবী ও অধিকার আদায়ের একটি অদলীয় সংগঠন। ২০১৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত ঐক্যমত ও যৌথ নেতৃত্বে কাজ করে যাচ্ছে। আমাদের প্রথম সম্মেলন প্যারিসে, দ্বিতীয় সম্মেলন ফ্রাংকফুট জার্মানীতে, তৃতীয় সম্মেলন রোম ইতালীতে, চতুর্থ সম্মেলন বার্সেলোনা স্পেনে, পঞ্চম সম্মেলন ভার্চুয়ালী ২০২১ সালে অনুষ্ঠিত হয় । ষষ্ঠ সম্মেলন লিসবন পর্তুগালে অনুষ্ঠিত হবে।
আমি দেশ বিদেশের নেতৃস্থানীয় সকল প্রবাসীদের এই সম্মেলনে অংশ গ্রহন করার জন্য আহ্ববান করছি।
নজরুল ইসলাম জহির
কেন্দ্রিয় সমন্বয়ক,
কানেক্ট বাংলাদেশ।