কালিমুল্লাহ ইকবাল:
হাউজিং ডেভেলাপমেন্ট জগতে অনন্য অবদান রাখতে গত শনিবার সন্ধ্যায় উত্তরার প্রাণকেন্দ্র এ এইচ টাওয়ারে ১২ তলায় এনট্রাস্ট গ্রুপের এই গ্রান্ড ওপেনিং সিরিমনি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এনট্রাস্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ শওকত পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক মো আবুল বাশার, পরিচালক আমিনুল ইসলাম খোকন,তামিম খান, আব্দুর রাজ্জাক, শামীন আহমেদ ও সৈয়দা মরিয়ম হক সহ ল্যান্ড ডোনার, শুভাকাঙ্ক্ষী শুভানুদায়ী সহ সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার বলেন আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সুন্দর ও সমমানা মানুষদেরকে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান টুকু সাজিয়েছি, আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানের সেবা দানের মাধ্যমে এদেশে অসংখ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং আমাদের সাথে শুভাকাঙ্ক্ষী শযারা বিজনেসের সাথে জড়িত থাকবেন তাদের উত্তম সেবা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে। তিনি সর্বস্তরের সকলের দোয়া ভালোবাসা আন্তরিকতা সহযোগিতা প্রত্যাশা করেন।
উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিলের মাধ্যমে মাওলানা ইমতিয়াজ প্রতিষ্ঠান ও দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশে