বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের একমাস পূর্ণ হয়েছে ৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে শহীদি মার্চ উদযাপন করেছেন বিরামপুরের ছাত্র-জনতা ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় দায়িত্বশীল মো: তন্ময়ের নেতৃত্বে বিরামপুর বড়মাঠ থেকে বিকেলে র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ঢাকামোড়ে প্রতিবাদ সমাবেশ শেষে র্যালীটি আবারো চললে চলতে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচী শেষ হয় ।
কর্মসূচীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী গন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভার:)অদ্বৈত কুমার সরকার, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুর রহমান, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সহ-সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংবাদিক নূর মোহাম্মদ অন্তর, ইব্রাহিম মিয়া, শাহ্ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।