শেরপুরের নালিতাবাড়ীতে ফ্রিল্যান্সিং আউটসোসিং সেমিনার প্রশিক্ষণের শুভ উদ্ভোধণ করা হয়েছে।
বুধবার (০৯ জুন) নালিতাবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রনালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কলেজ পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসডিএফ এর চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো.আব্দুস সামাদ ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিএফের শেরপুর জেলা সমন্বয়কারী মো. সহিদুল ইসলাম।
এদিন উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু, এসডিএফ ময়মনসিংহের আঞ্চলিক পরিচালক মো.সাইফুল ইসলাম, এসএডিএফের (এমডি ডুসরাসফট) আল মামুনর রশিদ, শেরপুর জেলা কর্মকর্তা মোঃইয়াকুব আলী, জেলা কর্মকর্তা (আইটি এন্ড এমআইএস) মাহমুদুল ইসলাম, নালিতাবাড়ী নাজমুল স্মৃতি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌরসভার মেয়র আবুবক্কর সিদ্দিক, স্থানীয় প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম এ হাকাম হীরা প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিগত প্রশিক্ষন কোর্সে যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে থেকে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছেন তাদের অনুভুতি প্রকাশ করেন এবং নতুনদের ফ্রিল্যান্সিং আউটসোসিং সেমিনার প্রশিক্ষণের মাধ্যমে ক্যারিয়ার গঠনে এগিয়ে আসার আহবান জানান।