শেরপুর নালিতাবাড়ীতে সরকারী তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ব্যাচ (২০০৯-২০২০) কর্তৃক আয়োজিত প্রিমিয়াম ক্রিকেট লীগ-২০২১ এর ফাইনালে মুখোমুখি হয় এস.এস.সি ব্যাচ ২০১২ ও এস.এস.সি ব্যাচ ২০১৩। উক্ত খেলায় ব্যাচ ১৩ কে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্যাচ ১২।
গত (২৪)মে উক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন। উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আজ (০৯) জুন বুধবার সকাল ১০ টাই অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ব্যাচ ১৩ কে ৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ব্যাচ ১২।
টসে জিতে ব্যাটিং এ নামে ব্যাচ ১২।
ব্যাট করতে নেমে তাদের দলীয় সংগ্রহ হয় ১২ ওভারে ১৩১ রান ৭ ইউকেটের বিনিময়ে। ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন আসিফ ৩২ বলে ৬৮। ব্যাচ ১৩’র হয়ে হ্যাট্রিক সহ ১ ওভারে ৭ রান দিয়ে ৩ ইউকেট নেন মিজান।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ ইউকেট হারিয়ে ১২ ওভারে ব্যাচ ১৩ সংগ্রহ করে ১২৪ রান। ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন দলীয় অধিনায়ক সাকিল ৩৬ বলে ৭২।
উক্ত ফাইনাল ব্যাচে ম্যান অফ দা ম্যাচ হয়েছেন ব্যাচ ১২’র আসিফ।
টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন ব্যাচ ১৩’র সাকিল এবং সেরা বোলার নির্বাচিত হয়েছেন ব্যাচ ০৯ এর সাজ্জাত হোসেন।
উক্ত ফাইনাল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ীর ক্রীড়া ব্যক্তিত্ব এক সময়কার ফুটবলার অশিম দত্ত হাবলু,বিশিষ্ট সাংবাদিক ও প্রেস ক্লাব নালিতাবাড়ীর সভাপতি জনাব এম এ হাকাম হীরা,সরকারী তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তৌহিদুল ইসলাম খোকন,বিশিষ্ট ফুটবলার জয়জিৎ দত্ত শ্যামল।আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ও সাংকৃতিক ব্যক্তিরা।
উক্ত টুর্নামেন্টে সময় ও শ্রম দিয়ে সফল করায় ব্যাচ ১৫কে বিশেষ ধন্যবাদ দিয়ে অশিম দত্ত হাবলু ও সরকারী তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব তৌহিদুল ইসলাম খোকন বলেন,’নালিতাবাড়ীতে খেলাধুলা ফিরিয়ে আনতে উক্ত আয়োজনের জুড়ি নেই এবং এমন আয়োজন যেন প্রতি বছর করা হয় সেই দিকে খেয়াল রাখবেন বিদ্যালয় কর্তৃপক্ষ’।