কাপাসিয়া সদর ইউপি’র নতুন ভবন উদ্বোধন
জাহাঙ্গীর আলম : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ৯নং সদর ইউনিয়ন পরিষদ এর নতুন কমপ্লেক্স ভবন আনুষ্ঠানিক উদ্বোধণ করা হয়েছে।
সোমবার (৭ জুন) দুপুরে গাজীপুর-৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি প্রধান অতিথি হিসাবে নবনির্মিত কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করেন।
উপজেলা যুবলীগ সভাপতি ৯ নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের সভাপতিত্বে ও যুবলীগ সাধারণ সম্পাদক রাজীব ঘোষের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।
এ সময় সিমিন হোসেন রিমি এমপি বলেন, তাঁকে দেয়া মানবতার ‘মা’ উপাধি পরিহার করে বলেন, আমি শুধুই দিতে এসেছি, নিতে নয়। দেশ, জাতী ও সমাজের প্রতি প্রত্যেকটা মানুষের দায়বদ্ধতা রয়েছে। তাই হিংসা-বিদ্বেষ ভুলে সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করতে হবে। আমি কাজের জন্য একটু পাগলামী করি। আমি আপনাদের মতোই সাধারণ মানুষ, সাধারণ ভাবেই জীবন যাপন করি।
স্বাগত বক্তব্যে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান বলেন, তাঁর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। বিগতদিনে এই ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালনকারী ১৯ জন চেয়ারম্যানদের মাঝে প্রয়াতদের রুহের মাগফিরাত কামনা ও দোয়া করেন। স্থানীয় সাংসদ সিমিন হোসেন রিমি এমপিকে তাঁর বিগত দিনের কাজের স্বীকৃতি হিসাবে মানবতার ‘মা’ হিসাবে আখ্যা দেন এবং ক্রেষ্ট উপহার দেন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমদ সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হালিম খোকন প্রমূখ।
বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রওশন আরা সরকার, থানার অফিসার ইনচার্জ মোঃ আলম চাঁদ, উপজেলা প্রকৌশলী আব্দুর রহমান মুহিম, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান সোলায়মান সরকার, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী বদু প্রমূখ উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়ণে ১ কোটি ৭১ লাখ টাকা ব্যায়ে দোতলা ভবনটি নিমার্ণ করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই করোনা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সুরক্ষায় উপস্থিত সুধিমন্ডলীদের মাঝে মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মাসুদুর রহমান।