আজ সোমবার (৭ জুন) দুপুর ১.৩০ মিনিটে গাজীপুর মহানগর ২৪ নং ওয়ার্ড ফাওকাল পুর্বপাড়া নিবাসী, নুরুল ইসলাম এর ১ ছেলে ১ মেয়ে একত্রে পানিতে ডুবে মর্মান্তি মৃত্যুর ঘটনা ঘটেছে।
মেয়েটির নাম সুমাইয়া বয়স ৮ বছর, ছেলেটির নাম ফয়সাল আহম্মেদ বয়স ৫ বছর।
খোজ নিয়ে জানা যায়, নুরুল ইসলাম পেশায় একজন রাজমিস্ত্রী যোগালি হিসেবে কাজ করেন এবং তার স্ত্রীর নাম ঝর্ণা, তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মি। রোজকার মতো তার স্ত্রী সকালে কর্মস্থলে চলে যায়, নুরুল ইসলাম গতকাল রাতে গরু পাহাড়া দেয়ায়, দিনের বেলায় ঘুমিয়ে ছিল। দুপুরে তার তিন ছেলে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া শেষে, বাচ্চাদের কে বলেছিল কোথাও না যাওয়ার জন্য। কিন্তু বাবা ঘুমিয়ে পারলে তিনটি সন্তানের মধ্যে দুজন বাড়ির দক্ষিণ পার্শে চৌধুরীর পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পরে মারা যায়।