ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায় পথচারীদের জন্য এখন মৃত্যু ফাঁদ। আজ শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে বোর্ড বাজার গাছা প্রেসক্লাবের সামনে গাজীপুর জেলা তরুন সংঘের ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা তরুন সংঘের সম্মানিত সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল। তিনি বলেন, অসহায় মানুষগুলোর নিরাপদে রাস্তা পারাপারের জন্য নেই কোনো জেব্রা ক্রসিং, নেই কোনো নির্ধারিত স্থান। রাস্তা পারাপারের সময় দুই লেনের মাঝে দাড়ানোর পর্যাপ্ত জায়গা না থাকায় সাবধানতা অবলম্বন করে দুই লেনের মাঝখানে দাড়িয়ে থাকা অবস্থায় দূর্ঘটনায় প্রাণ দিয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ বাদশাহ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলন স্যার। দুই পাশের দুই লেনে এক দিক থেকে গাড়ি চলে। কিন্তু মাঝখানের লেনে দুইদিক থেকেই গাড়ি চলাচল করায় রাস্তা পারাপারের সময় বিভ্রান্ত হয়ে মানুষ দূর্ঘটনার শিকার হন। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও তাদের ঘুম ভাঙ্গাতে পারি নাই। অনেক দিন পূর্বে রাস্তার উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা অতিদ্রুত বোর্ড বাজার এলাকায় রাস্তার ডিভাইডারের কাজ সম্পন্ন করবেন বলে আশ্বস্ত করলেও আজও সেই কাজ সম্পন্ন হয় নাই। মন্ডল আরো বলেন, আজ যদি রাস্তায় ডিভাইডার , স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং থাকত, তাহলে হয়তো অকালে এতগুলো প্রাণ ঝরে যেত না। আমরা উন্নয়ন চাই তবে উন্নয়নের সাথে সাথে জীবনেরও নিরাপত্তা চাই। কারণ জীবনের চেয়ে দামি কোনো কিছু নাই।
বৃস্পতিবার দুপুরে অনুমানিক ১:৪৪ টার সময় বাদশাহ মিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আজগর আলী হেলন স্যার বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় দূর্ঘটনার শিকার হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। । সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসির পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। বক্তারা বলেন, সড়কে ডিভাইডার না থাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের বোর্ড বাজার এলাকায় গেল কদিনে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে এবং মারাত্মক আহত সহ সড়কে প্রাণ যায় বেশ কয়েকজনের। সড়কে ডিভাইডার না থাকায় এলোপাথাড়ি যান চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানান। অবিলম্বে সড়কে ডিভাইডার নির্মাণসহ ঘাতক বাস চালকের শাস্তি দাবি করেন। মানববন্ধন বক্তব্য রাখেন গাজীপুর জেলা তরুন সংঘের উপদেষ্টা ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুল হোসেন মন্ডল, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুন ও সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, জাতীয় পার্টির আবুল হোসেন, সহ-সভাপতি আমির হোসেন ভূট্টো, মহানগরের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান বাবু ও এসএম ইউসুফ সহ সকল থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দরা।