বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ গাজীপুর ৬ আসন পূর্ণবহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ কাপাসিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূল সংবাদ প্রচারে পরিবারের সংবাদ সম্মেলন কাপাসিয়ায় এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান টঙ্গীতে সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি সবুজ সম্পাদক জিন্নাহ টেকনাফে ইউনুস মেম্বার হত্যায় চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের কাপাসিয়ায় সরকারি বন উজাড়ের তথ্য সংগ্রহের সময় বন দস্যুদের হামলায় ৩ সাংবাদিক আহত, আটক ৩ কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সমন্বয়কারীর মতবিনিময় ৩৩ নং ওয়ার্ড আ.লীগ নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যুতে বোর্ড বাজারে মানববন্ধন | সময়ের দেশ

অলিদুর রহমান অলি, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ৩৮১ বার পড়া হয়েছে

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায় পথচারীদের জন্য এখন মৃত্যু ফাঁদ। আজ শুক্রবার বিকাল ৫.৩০ মিনিটে বোর্ড বাজার গাছা প্রেসক্লাবের সামনে গাজীপুর জেলা তরুন সংঘের ব্যানারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা তরুন সংঘের সম্মানিত সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল। তিনি বলেন, অসহায় মানুষগুলোর নিরাপদে রাস্তা পারাপারের জন্য নেই কোনো জেব্রা ক্রসিং, নেই কোনো নির্ধারিত স্থান। রাস্তা পারাপারের সময় দুই লেনের মাঝে দাড়ানোর পর্যাপ্ত জায়গা না থাকায় সাবধানতা অবলম্বন করে দুই লেনের মাঝখানে দাড়িয়ে থাকা অবস্থায় দূর্ঘটনায় প্রাণ দিয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ বাদশাহ মিয়া উচ্চ বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক হেলন স‍্যার। দুই পাশের দুই লেনে এক দিক থেকে গাড়ি চলে। কিন্তু মাঝখানের লেনে দুইদিক থেকেই গাড়ি চলাচল করায় রাস্তা পারাপারের সময় বিভ্রান্ত হয়ে মানুষ দূর্ঘটনার শিকার হন। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও তাদের ঘুম ভাঙ্গাতে পারি নাই। অনেক দিন পূর্বে রাস্তার উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের একজন কর্মকর্তা অতিদ্রুত বোর্ড বাজার এলাকায় রাস্তার ডিভাইডারের কাজ সম্পন্ন করবেন বলে আশ্বস্ত করলেও আজও সেই কাজ সম্পন্ন হয় নাই। মন্ডল আরো বলেন, আজ যদি রাস্তায় ডিভাইডার , স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং থাকত, তাহলে হয়তো অকালে এতগুলো প্রাণ ঝরে যেত না। আমরা উন্নয়ন চাই তবে উন্নয়নের সাথে সাথে জীবনেরও নিরাপত্তা চাই। কারণ জীবনের চেয়ে দামি কোনো কিছু নাই।

বৃস্পতিবার দুপুরে অনুমানিক ১:৪৪ টার সময় বাদশাহ মিয়া উচ্চ বিদ‍্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আজগর আলী হেলন স‍্যার বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় দূর্ঘটনার শিকার হয়ে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। । সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসির পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। বক্তারা বলেন, সড়কে ডিভাইডার না থাকায় ঢাকা-ময়মনসিংহ সড়কের বোর্ড বাজার এলাকায় গেল কদিনে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে এবং মারাত্মক আহত সহ সড়কে প্রাণ যায় বেশ কয়েকজনের। সড়কে ডিভাইডার না থাকায় এলোপাথাড়ি যান চলাচলের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানান। অবিলম্বে সড়কে ডিভাইডার নির্মাণসহ ঘাতক বাস চালকের শাস্তি দাবি করেন। মানববন্ধন বক্তব্য রাখেন গাজীপুর জেলা তরুন সংঘের উপদেষ্টা ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবুল হোসেন মন্ডল, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুন ও সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, জাতীয় পার্টির আবুল হোসেন, সহ-সভাপতি আমির হোসেন ভূট্টো, মহানগরের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান বাবু ও এসএম ইউসুফ সহ সকল থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দরা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৩৯ অপরাহ্ণ
  • ১৭:১৮ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102